দোহার (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার দোহারে একটি মাদ্রাসার ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী কালাম খন্দকারের বিরুদ্ধে। অভিযুক্ত কালাম উপজেলার ঝনকি গ্রামের আমিন উদ্দিন খন্দকারের ছেলে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার ঝনকি মাঝি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুটির মা অভিযোগ করে বলেন, শুক্রবার বিকেলে আবুল কালাম খন্দকার তার খালি বাড়িতে আমার মেয়েকে তার বসত ঘরে ডেকে নিয়ে যায়। পরে আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় আমার মেয়ে দৌড়ে পালিয়ে এসে আমাকে বিস্তারিত ঘটনা জানায়। আমি এর বিচার চাই।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আবুল কালাম খন্দকারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এমন কিছু করিনি। পুর্ব শত্রুতার জেরে আমার সাথে এমন করা হয়েছে। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।