দোহার (ঢাকা) প্রতিনিধি. ঢাকার দোহারের সুন্দারীপাড়া এলাকায় রাস্তা বন্ধ করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে স্থানীয় শাহাবুদ্দিন চিশ্তি হিরু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়রা অভিযোগ করেন, গত কয়েক যুগ ধরে এই রাস্তাটি দিয়ে চলাচল করলেও কিছুদিন আগে দেয়াল তুলে রাস্তার অধিকাংশ্ই বন্ধ করে দেন জমির মালিক শাহাবুদ্দিন চিশ্তি হিরু গংরা। এতে চরম দুর্ভোগে পরেছে ঐ এলাকার প্রায় ২শতাধিত পরিবারের শিশুসহ নারী পুরুষ।
শিলাকোঠা এলাকার বাসিন্দা নিলুফা ইয়াসমিন বলেন, আমরা অসুস্থ হয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারিনা। এমন অমানবিক কাজের নিন্দা জানাই।
আরও এক বাসিন্দা মানু ভূইয়া বলেন, রাস্তাটি দিয়ে আমরা বহুবছর চলাচল করছি। এখন এটি বন্ধ করে দেয়ায় সবাই বিপাকে পরেছি। রাতে রোগী নিয়ে যেতেও সমস্যা হয়।
বাবুল মোল্লা বলেন, এই এলাকায় স্কুল ও মন্দির রয়েছে। এই রাস্তাটি আটকে দেয়ায় এখন অনেক সমস্যা হচ্ছে। এছাড়া যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে।
সরজমিনে গিয়ে আরও দেকা যায় কোমলমতি শিক্ষার্থীদের চলাচলেও তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা। অসুস্থ রোগী ও মৃত ব্যক্তির লাশ নিয়ে যেতেও পরতে হচ্ছে বিরম্বণায়। দেয়ালের বিপরীতপাশে বৈদ্যতিক খুটি ও বড় খাঁদ থাকায় ছোট যানবাহনও চলাচল করছে ঝুকি নিয়ে। বিষয়টি সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিলেও কোন সমাধান হয়নি বলে জানান ভূক্তভোগীরা। রাস্তাটি অবমুক্ত করতে দ্রুত দেয়ালটি অপসারণের দাবি জানান এলাকাবাসী।
এবিষয়ে জমির মালিক শাহাবুদ্দিন চিশ্তি হিরু বলেন, কিছু যায়গা রেখেই দেয়াল তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, পাশের জমির মালিক বাকি অংশে জমি দিলে রাস্তাটি পরিপূর্ণ হবে।