মুন্সিগঞ্জে প্রতিবেদকঃ মুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাধারণ শিক্ষার্থীসহ ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে দুইজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজীব দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় উভয় পক্ষের আহতরা হলেন– ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ (২৪), ছাত্রদল কর্মী আল আমিন রক (১৯), কামরুল হাসান রবিন (২২), তনয় (২২), মেহেদি (২১), রিপন (২১), মোহিত (২১), রাকিবুল (২২), আলিফ (২১)।
পুলিশ জানায়, রোববার বিকেল তিনটার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন শ্রেণির পরীক্ষায় ছাত্রলীগের বেশ কয়েকজন শিক্ষার্থীর অংশগ্রহণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও হট্টগোল শুরু হয়। পরে ছাত্রলীগ কর্মীদের পক্ষে বহিরাগতরা ছুটে এলে ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ ও ছাত্রদল কর্মী আল আমিন গ্রুপের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এসময় লাঠিসোটা ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয় ওই প্রতিষ্ঠানের কয়েকজন সাধারণ শিক্ষার্থী।
আহত ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ বলেন, ‘আমি একসময় ছাত্রলীগ নেতাদের সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। তবে আমি কোন পদে নেই। রোববার পরীক্ষায় অংশ নিতে এলে আমাকে তুলে নিয়ে মারধর করে ছাত্রদল নেতাকর্মীরা।’
আহত ছাত্রদল কর্মী আল আমিন রক বলেন, ‘বহিরাগত লোক নিয়ে এসে ছাত্রলীগ কর্মীরা আমাদের এক সহপাঠীর উপর হামলা করে। পরে আমরা প্রতিরোধ করতে গেলে আমাদের সাথে সংঘর্ষ বেঁধে যায়।’
মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজীব দেব জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।