নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহারে সম্পা আক্তার (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন এ মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করলেও বাবার বাড়ির লোকজনের অভিযোগ এটা পরিকল্পিত হত্যা। এঘটনায় নিহতের বড় বোন এ্যানি আক্তার বাদি হয়ে দোহার থানায় একটি অভিযোগ করেছে।
নিহত সম্পা নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের সিংজুর এলাকার আব্দুল মান্নান খানের মেয়ে ও দক্ষিন জয়পাড়া এলাকার প্রবাসী রিপনের স্ত্রী।
শ্বশুরবাড়ির লোকজনের জানান, সোমবার দুপুরে সম্পাকে নিজ ঘরের চালের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তাদের দাবি একটি চিরকুট লিখে সম্পা আত্মহত্যা করেছে।
তবে নিহতের পরিবারের দাবি, সম্পাকে হত্যা করে আত্মহত্যা বলে নাটক সাজিয়েছে রিপনের পরিবার। তারা অভিযোগ করে বলেন, স্বামীর সাথে ভাল সম্পর্ক থাকলেও শ্বশুরবাড়ির লোকজন সম্পাকে বিয়ের পর থেকেই মানসিক ও শারিরীক নির্যাতন করতেন। তাদের ঘরে দুইটি মেয়ে সন্তান হওয়ার পর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এতে সম্পা অসুস্থ হয়ে গিয়েছিল কিন্ত পরিবারের লোকজন ওর চিকিৎসা করাইনি। এনিয়ে তাদের মধ্যে সম্প্রতি কথাকাটাকাটিও হয়।
খবর পেয়ে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। এব্যাপারে একটি অভিযোগ প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ।