দোহার প্রতিনিধিঃ টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে হামলায় ২জন নিহতের ঘটনায় সাদপন্থীদের চিহ্নিত খুনী দাবি করে হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে ঢাকার দোহারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলার জয়পাড়া কালেমা চত্ত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে দোহার উপজেলা তৌহিদী জনতা। বক্তারা বলেন, সাদপন্থী দেশে ভারতীয় দালালদের নির্দেশে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের এদেশ থেকে বয়কটের ডাক দেন বিক্ষোভকারীরা। এছাড়া প্রশাসনের কাছে দোহারেও সাদপন্থীদের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান তারা।
এদিকে সভাকে কেন্দ্র করে ও বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকে কালেমা চত্ত্বরে অবস্থান নেয় অতিরিক্ত পুলিশ।
সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত স্মারকলিপি জমা দেন বিক্ষোভকারীরা। এসময় উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুর রহিম, মুফতি কামাল উদ্দিন কাসেমী, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মতিউর রহমান, মাওলানা রেজাউল করিম,মুফতি মো.জুনায়েদসহ আরও অনেকে।