দোহার (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার দোহারের মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের সামনে নানা দাবিতে মানববন্ধন করেছে প্রাক্তন শিক্ষার্থীরা। রোববার দুপুরে কলেজ গেইটে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।
এসময় তারা সিনিয়র শিক্ষক হারুন অর রশিদকে বিদ্যালয়ে বহাল রাখাসহ কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়ের নানামুখী অনিয়ম ও স্বেচ্ছাচারিতা তুলে ধরে তার পদত্যাগের দাবি জানান। পরে বেলা দুইটার দিকে অধ্যক্ষের কক্ষে প্রাক্তণ শিক্ষার্থীরা অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি লিখিতভাবে পদত্যাগ করেন। এসময় মালিকান্দা স্কুল ও কলেজের বেশ কিছু শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খানসহ, সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্কুল ও কলেজের সমস্যা সমাধানের আশ্বাস দেন।