মাকসুমুল মুকিমঃ ঢাকার দোহারে গুড নেইবার্স বাংলাদেশ দোহার সিডিপির আয়োজনে “ইয়ুথ ডেভেলপমেন্ট ট্রেনিং সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চরকুশাই এলাকায় গুড নেইবার্স দোহার সিডিপি অফিসে এ প্রশিক্ষণের ট্রেনিং করান মো.মাসুদুল হক।
প্রশিক্ষণের শুরুতেই দোহার সিডিপির ম্যানেজার শাহরিয়ার হোসেন তার স্বাগত বক্তব্যে বলেন, আমাদের দোভাষী হতে হবে, বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা আয়ত্ত করতে পারলে আমাদের কর্মস্থলের পরিধি আরও বাড়বে।
প্রশিক্ষণের ট্রেইনার মাসুদুল হক বলেন,” বর্তমান প্রেক্ষাপটে সফট স্কিল শিক্ষার গুরুত্ব অপরিসীম। যে যত সফট স্কিলে দক্ষতা অর্জন করতে পারবে সে তত জব সেক্টরে এক ধাপ এগিয়ে থাকবে।
উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, সিডিসি মেম্বার বজলুর রহমান ও আফজাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা।
আরো উপস্থিত ছিলেন, দোহার সিডিপির ন্যাচার এন্ড পিস ক্লাব,ভলান্টিয়ার ও এস এস সাপোর্টাররা ।