নিজস্ব প্রতিবেদকঃ দোহার উপজেলায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুরে দোহার থানা প্রাঙ্গণে উপজেলার বৈষম্য, দুর্নীতি ও ফ্যাসিস্ট বিরোধী সাধারণ জনগণের ব্যানারে এ অবস্থান কর্মসূচি ও মানববন্ধনের আয়োজন করেন। এসময় বক্তারা বলেন, ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ছাত্র-জনতার অর্জিত স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনেকের নামে মিথ্যা মামলা করা হয়েছে। যারা দোহারে ছাত্র আন্দোলনে হামলা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং নিরপরাধ ব্যক্তিদের এ মামলা থেকে মুক্তি দেওয়া হোক।
অবস্থান কর্মসূচি ও মানববন্ধন শেষে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, সাবেক সাংসদ, বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমানসহ ১৭৪ জনের নামে এবং অজ্ঞাতনামা আরো ২০০ থেকে ২৫০ জনের বিরুদ্ধে নাশকতা মামলা করেন দোহার উপজেলার ছোট রামনাথপুর এলাকার মৃত-কাদের মাঝির ছেলে মো. শাহজাহান মাঝি নামে এক ব্যক্তি। মামলায় বেশ কিছু নিরপরাধ ব্যক্তির নাম আসায় এ অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করা হয়।