নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার নবাবগঞ্জে এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনায় ১২ ভুরি স্বর্ণালঙ্কারসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। সোমবার (২১ এপ্রিল) ভোরে উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্তচর এলাকায় ডাঃ মোঃ রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তাভোগী চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে ৭/৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির গ্রিল কেটে ঘরের ভেতর প্রবেশ করে। পরে ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে তাকে, তার স্ত্রী, ছেলে ও শাশুড়িকে জিম্মি করে হাত পা ও মুখ বেধে ফেলে। এ সময় তার ছেলের গলায় অস্ত্র ধরে ও বিভিন্ন ঘরের আলমিরা ভেঙে নগদ প্রায় দেড় লাখ টাকা ও প্রায় ১০/১২ ভরি স্বর্ণালংকারসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। তিনি আরও বলেন, ডাকাতরা মুখ ঢেকে শুধু হাফ প্যান্ট পরে এসেছিল তাই কাউকে চিনতে পারেনি।
এ ঘটনায় নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম বলেন, এ ঘটনার খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।