1. asadmahmudinfo@gmail.com : DN TIMES 24 : DN TIMES 24 DN TIMES 24
  2. sk578394@gmail.com : s m : s m
  3. jlmdsumon@gmail.com : DN TIMES 24/7 :
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "𝐃𝐍 𝐓𝐈𝐌𝐄𝐒 𝟐𝟒" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
আড়ম্বরপূর্ণ আয়োজনে দোহার প্রেসক্লাবে বাংলা নববর্ষ উদযাপন মানিকগঞ্জে ডাঃ উজ্জ্বলের বিরুদ্ধে ডিউটি ফাঁকি ও কমিশন বাণিজ্যের অভিযোগ দোহারে দুর্ধর্ষ ডাকাতি, ৩৩ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট দোহারের নারিশায় ব্যাবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ দোহারে গ্রাহকের ৯০ লাখ টাকা নিয়ে উধাও ব্যাংক ম্যানেজার দোহারে জাল ভিসা ও অর্থআত্নসাৎ এর অভিযোগে সংবাদ সম্মেলন নবাবগঞ্জে জামায়াতের ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল মানিকগঞ্জে কার্টনবন্দি নারীর পরিচয় শনাক্ত, উত্তরা থেকে নিখোঁজ ছিলেন তিনি ৪ আগস্টে ছাত্র জনতার উপর হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ইয়াবা সহ গ্রেফতার মদ্যপ অবস্থায় থানায় ঢুকে পুলিশকে গালিগালাজ: যুবদলের দুই নেতা আটক

মানিকগঞ্জে ডাঃ উজ্জ্বলের বিরুদ্ধে ডিউটি ফাঁকি ও কমিশন বাণিজ্যের অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ডাক্তার উজ্জল মিয়ার বিরুদ্ধে সরকারি ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখা এবং কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার পক্ষ থেকে হাসপাতালের পরিচালকের কাছে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ডাক্তার উজ্জল মিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যোগদানের পর থেকেই দায়িত্ব পালনে চরম অবহেলা করে আসছেন। সরকারি ডিউটি ফাঁকি দিয়ে মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিতভাবে রোগী দেখেন। অতীতেও ডাক্তার উজ্জল মিয়ার বিরুদ্ধে ডিউটি ফাঁকির অভিযোগের প্রেক্ষিতে তৎকালীন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আরশ্বাদ উল্লাহ তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছিলেন।

এ ছাড়াও ডাক্তার উজ্জল মিয়া রোগীদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়ে কমিশন বাণিজ্য এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সাথে যোগসাজশে নির্দিষ্ট কোম্পানির ওষুধ লিখেন। যা নীতিগর্হিত এবং রোগীদের স্বার্থের পরিপন্থী।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ডাক্তার উজ্জল মিয়া পূর্বে স্বৈরাচারী আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক আব্দুস সালাম (পিপি)-এর রাজনৈতিক প্রভাবের ছত্রছায়ায় এই সকল অপকর্ম নির্বিঘ্নে চালিয়ে গেছেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেও তার এই অনৈতিক কার্যকলাপ অব্যাহত থাকায় অভিযোগকারীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এটিকে বর্তমান সরকারের স্বাস্থ্যসেবার নীতি ও নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক রমজান মাহমুদ, যুগ্ম সদস্য সচিব আশরাফুল ইসলাম রাজু, মেহরাব হোসাইন ও নাসিম খান বলেন, ডাক্তার উজ্জল মিয়ার বিরুদ্ধে এই অভিযোগ দীর্ঘদিনের। বিগত আওয়ামী সরকারের সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিপির প্রভাব খাটিয়ে এসব অপকর্ম করতো উজ্জল মিয়া। স্বৈরাচারদের পতন হলেও সে তার এই অপকর্ম করেই যাচ্ছে। ভবিষ্যতে যাতে কোনো সরকারি চিকিৎসক এই ধরনের অনৈতিক ও unprofessional কার্যকলাপের সাথে জড়িত হতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পরিচালক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মো. শফিকুল ইসলাম বলেন, ডাক্তার উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। বিষয়টি  গুরুত্বের সঙ্গে দেখছি। প্রশাসনিকভাবে বসে তার বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া যায় সেটাই নেব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট