ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ বাদ আসর নবাবগঞ্জ উপজেলার বাগমারা বাজার থেকে নবাবগঞ্জ চৌরাস্তা পর্যন্ত এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা জামায়াতে ইসলামী। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে প্রতিবাদ মিছিল শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা এবিএম কামাল হোসাইন। তিনি তার বক্তব্যে বলেন, আমরা ইসরায়েলের এমন বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। জনসাধারণকে ইসরায়েলের সকল পন্য বর্জন করা এখন ঈমানী দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। মুসলিম শাসকদের সমালোচনা করে সব ইসলামি রাস্ট্র নায়কদের এক হয়ে ফিলিস্তিনের জন্য কাজ করার আহবান জানান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা(পূর্ব) আমীর মাওলানা এডভোকেট ইব্রাহিম খলিল, নবাবগঞ্জ উপজেলা(পশ্চিম) আমীর মাওলানা হারুনূর রশিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল কাদের, নবাবগঞ্জ উপজেলা জামায়াত নেতা মোস্তাক আহমেদ, মামুনুর রশীদ চৌধুরী, দোহার উপজেলা জামায়াতের সেক্রেটারি নূরে আলম ঝিলু সহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সেক্রেটারি সহ অনান্যরা।