১৭০ পিস ইয়াবাসহ ইমন মোল্লা নামক একজন মাদক ব্যবসায়ী মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় র্যাব-১০ কর্তৃক গ্রেফতার । ০৫ এপ্রিল শনিবার বিকাল আনুমান পৌনে চারটায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন কামারগাঁও বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৫১,০০০/- (একান্ন হাজার) টাকা মূল্যমানের ১৭০ (একশত সত্তর) পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ১। ইমন মোল্লা @ রাফসান আহম্মেদ (২৪), পিতা- লুৎফর রহমান, সাং- বৈচারপাড়, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ বলে জানা যায়। এ সময় তার নিকট হতে মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
জানা যায় যে,সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলা দঃ এর সাবেক সভাপতি গিয়াস উদ্দিন সোহাগের অন্যতম সহযোগী ও জুলাই বিপ্লবের সময় ৪ আগস্ট ছাত্র জনতার উপর গিয়াস বাহিনীর সাথে মিলে আক্রমণ চালায়। গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়ধীন রয়েছে।