দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জঃ মানিকগঞ্জের সিংগাইরে এজারহারভুক্ত এক আসামীকে ছাড়িয়ে নিতে মদ্যপঅবস্থায় থানায় ঢুকে পুলিশকে গালিগালাজ করেছে যুবদলের দুই নেতা। পরে পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
শনিবার(৫ এপ্রিল) রাতে মানিকগঞ্জের সিংগাইর থানায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম সরকার জীবন এবং পৌরসভার ৭নং ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম(২৫)।
সিংগাইর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সিংগাইর থানা পুলিশ এজাহারভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করে। তাকে ছাড়িয়ে নিতে রাত ৯ টার দিকে যুবদলের ওই দুই নেতা মদ্যপ অবস্থায় থানায় যান। এসময় তারা পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণসহ গালিগালাজ করেন। পরে তাদের আটক করে মাতাল থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, রাতে থানার এসআই পার্থ শেখর ঘোষ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের সঙ্গে অসদাচারণের অভিযোগে মামলা দায়ের করেন। রোববার (৬ এপ্রিল) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্ববায়ক কাজী মোস্তাক হোসেন (দিপু) জানান, চাঞ্চল্যকর এই ঘটনাটি দলের পক্ষ থেকে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।