স্টাফ রিপোর্টার :
ঢাকার দোহার উপজেলায় স্পিড বোট, লঞ্চ ও বাসের যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) সকালে উপজেলার মৈনট ঘাটে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, স্পিড বোট, লঞ্চ ও বাসের যাত্রী সাধারণের যাতায়াত অতিরিক্ত ভাড়া আদায়, লাইসেন্স ও রুট পারমিট হালনাগাদ না থাকায় বিভিন্ন যানবাহনের চালককে ৮ মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ জানান, পর্যায়ক্রমে মহাসড়ক ও আঞ্চলিক সড়কসমূহে এ ধরণের অভিযান পরিচালনা করা হবে।
মোঃ আসাদ মাহমুদ (আয়ান) কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বানিজ্যিক কার্যালয় : জয়পাড়া বাজার, ডাকবাংলো রোড জয়পাড়া, দোহার,ঢাকা।
মোবাইল : ০১৬২৬৮৩৬৬১৮