দোহার-(ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার দোহারে নানা বাড়িতে বেড়াতে এসে রাইসা (৮) ও সামিয়া (৮) দুই শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। রাইসা ও সামিয়া আপন খালাতো বোন। বৃহস্পতিবার দুপুরে দোহার খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
রাইসা উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ঘাড়মোড়া এলাকার মো. মুকসেদ এর মেয়ে ও সামিয়া নারিশা পশ্চিমচর লঞ্চঘাট এলাকার সামসুল হক বেপারীর মেয়ে।
স্থানীয়রা জানায়,সোমবার সকালে ঈদ উপলক্ষ্যে নানা বাড়ি দোহার খালপাড়ে বেড়াতে আসে রাইসা ও সামিয়ার পরিবার। দুপুরে একটার দিকে বাড়ির পাশের খালে গোসল করতে নামেন তারা। এসময় তারা সাতার না জানায় খালে ডুবে যায়। অনেকক্ষণ দেখতে না পেয়ে আশপাশের এলাকাগুলো খোঁজাখুজি করেন। পরে সন্দেহ হলে খালের পাড়ে আত্মীয় স্বজন ও এলাকাবাসী পানিতে নেমে খুঁজতে থাকেন। স্থানীয়দের প্রায় ১ ঘন্টা চেষ্টার পর ডুবে থাকা ওই দুই শিশুকে উদ্ধার সক্ষম হয় স্বজনরা।
স্থানীয়রা দ্রুত দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঈদের আগে আত্মীয় স্বজনদের সামনে মরদেহ আনা হলে স্বজন ও স্থানীয়রাও কান্নায় ভেঙ্গে পড়েন। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, মৃত ওই দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোঃ আসাদ মাহমুদ (আয়ান) কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বানিজ্যিক কার্যালয় : জয়পাড়া বাজার, ডাকবাংলো রোড জয়পাড়া, দোহার,ঢাকা।
মোবাইল : ০১৬২৬৮৩৬৬১৮