স্টাফ রিপোর্টারঃ নবাবগঞ্জে ৭ বছরের শিশু ধর্ষণ,ধর্ষক আটকএকা বাসায় পেয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ করেছে। শিশুর অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় জনতা ওই ধর্ষক সিএনজি চালককে আটক করে থানা পুলিশে সোর্পদ করেছে। মঙ্গলবার বিকেল ৫টায় নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার প্রবাসী (আমজাদ হোসেনের মেয়ে)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেল ৫টায় ওই শিশুকে একা বাসায় পেয়ে প্রতিবেশী সিএনজি চালক নাজিম খান(৪৫) মেয়েটিকে গোসলখানায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এর সে পালিয়ে গেলে শিমুটি কান্না করে। পরে তাঁর স্বজনরা বিষয়টি জানতে পারলে মেয়েটিকে সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রথমে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুর অবস্থা গুরতর থাকায় তাঁকে ঢাকা মেডেকেল কলেজে প্রেরণ করে। রাত ৮টায় স্থানীয় জনতা ধর্ষক সিএনজি চালককে আটক করে মারপিট দিয়ে নবাবগঞ্জ থানা পুলিশে সোর্পদ করে।
শিশুর খালা ফাহিমা আক্তার বলেন, তাঁর ভাগনির অবস্থা ভালো না। সে বার বার বমি করছে। মিটফোর্ড হাসপাতালে থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তিনি ওই শিশুর ধর্ষণকারী নাজিমের উপযুক্ত বিচার চান। শিশুটি বাড়ীর কাছেই একটি মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্রী।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, জনতা আটক করে সিএনজি চালক নাজিমকে পুলিশে দিয়েছে। বাদীর লিখিত অভিযোগ পেলেই মামলা নেয় হবে।