মানিকগঞ্জ প্রতিবেদক: মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (NCP) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ ১নং আইনজীবী ভবনে সদর উপজেলা শাখার আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী জাহিদ তালুকদারের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট এস এম মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) সাইফুল্লাহ হায়দার বলেন, “২৪’র প্রেরণা ও সমগ্র দেশ বিনির্মাণে জাতীয় নাগরিক পার্টির বিকল্প নেই। তাই আসুন আমরা হাতে হাত রেখে বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ে তুলি।”
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা রমজান মাহমুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম, মাসুম খান, কাজি পিন্টু, গালিবুর রহমান, ইদ্রিস আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সা’দ এর পিতা শফিকুল ইসলাম, ও সায়াদ এর পিতা বাহাদুর খান, সিটি কলেজের প্রিন্সিপাল মো. ইসহাক, অন্যান্য বিজ্ঞ আইনজীবী, শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা।