মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইর থানার সাবেক ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে দশটায় সিংগাইর উপজেলা মোড়ে সিংগাইর থানার সকল ইসলামী সমমনা দল, রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ও আপামর জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা সাবেক ওসিকে মানবতাবাদী, ভূমিদস্যুদের আতঙ্ক, মাদক, চাঁদাবাজি ও বিনোদনের নামে বেহায়াপনার বিরুদ্ধে সোচ্চার, মানবতাবাদী একজন ওসি হিসেবে আখ্যায়িত করেন।
এর আগে, কয়েকজন এসআইয়ের ঘুষ বাণিজ্য নিয়ে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে ওসিকে প্রত্যাহার করা হয়।
এসময় হেফাজতে ইসলামের সিংগাইর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ ফারুকী, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মহিউদ্দিন কাসেমী, উপজেলা সভাপতি মাওলানা দ্বীন মোহাম্মদ জায়গীর, মাওলানা সোলাইমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহবায়ক রমজান মাহমুদ, মাওলানা মামুনুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।
মোঃ আসাদ মাহমুদ (আয়ান) কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বানিজ্যিক কার্যালয় : জয়পাড়া বাজার, ডাকবাংলো রোড জয়পাড়া, দোহার,ঢাকা।
মোবাইল : ০১৬২৬৮৩৬৬১৮