মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে ‘তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার’ শ্লোগানে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে ঘিওর উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. শাহিনুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয় কৃষ্ণ সরকার, উপ-সহকারী প্রকৌশলী মো. আলী জিন্নাহ, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, বীর মুক্তিযোদ্ধা মেঝবাহ উদ্দিন আহমেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।
এ সময় বক্তারা বলেন, স্থানীয় সরকার যত শক্তিশালী হবে জনগণ তত সেবা পাবেন। বক্তারা স্থানীয় সরকারের সকল সুযোগ-সুবিধা যেন জনসাধারণ নিশ্চিতভাবে পায় সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।