মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের সাথে বেইমানি করে টাকা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার কমিটি গঠনের অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কমিটির একাংশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২ ঘটিকায় মানিকগঞ্জ প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করে মানিকগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির একাংশ। লিখিত বক্তব্য পাঠ করেন নব গঠিত কমিটির যুগ্ম সদস্য সচিব আশরাফুল ইসলাম রাজু।
গত ২০ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাক্ষরিত প্যাডে এই কমিটি ঘোষণা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে সমন্বয়কদের একটি অংশ পদত্যাগ করেছেন এবং কমিটি বাতিল করা না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও থানা ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, নতুন কমিটিতে মূল আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত ব্যক্তিদের বাদ দেওয়া হয়েছে, অথচ ছাত্রলীগের সাথে আঁতাত করা কিছু ব্যক্তিকে ভাইটাল পদে বসানো হয়েছে। এই পকেট কমিটি তাঁরা মানেন না এবং কমিটি বাতিল না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
এসময় তারা ২৪ ঘণ্টার মধ্যে নবগঠিত কমিটি স্থগিতের দাবি জানিয়েছেন। একইসঙ্গে মূল ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং কেন্দ্রীয় সমন্বয়ক রুদ্র, জেলা কমিটির আহ্বায়ক ওমর ফারুক এবং সদস্য সচিব নাহিদ মনিরকে মানিকগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।
সংবাদ সম্মেলনে যুগ্ম সদস্য সচিব নাসিম খান, সংগঠক কাওছার আহমেদ, সদস্য শাকিল হোসেন, কায়সার আহমেদ, রনি আহমেদ, আকরাম হোসেন এবং তাঁদের অনুসারী অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মোঃ আসাদ মাহমুদ (আয়ান) কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বানিজ্যিক কার্যালয় : জয়পাড়া বাজার, ডাকবাংলো রোড জয়পাড়া, দোহার,ঢাকা।
মোবাইল : ০১৬২৬৮৩৬৬১৮