দোহার সংবাদদাতা: ঢাকার দোহার উপজেলায পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সোহাগ দাস (২২) নামে একজনের মুত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। সুমনের বাড়ি নারায়নগঞ্জ জেলার জেলার শীতলক্ষ্যা এলাকার নির্মল দাসের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, সোহাগ দাস (১৩ ফেরুয়ারী) বৃহস্পতিবার দোহার উপজেলায় জয়পাড়া এলাকায় এক আত্নীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে আসে। আজকে শুক্রবার দুপুরে আট বন্ধু মিলে উপজেলার মুকসুদপুর এলাকায় দুপুর একটার দিকে পদ্মা নদীতে গোসল করতে নামে। অন্য বন্ধুরা গোসলের পর উঠে আসলেও সুমন না উঠায় খোঁজাখুজির পর পানির নিচ থেকে তাকে উদ্ধার করে দোহার উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানায় ।
ফুলতলা পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম সুমন জানান, লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মোঃ আসাদ মাহমুদ (আয়ান) কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বানিজ্যিক কার্যালয় : জয়পাড়া বাজার, ডাকবাংলো রোড জয়পাড়া, দোহার,ঢাকা।
মোবাইল : ০১৬২৬৮৩৬৬১৮