নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহারে রুনা (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার লটাখোলা করম আলীর মোর এলাকার নিহত রুনার নিজ বসতবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রুনা উপজেলার মধ্যে লটাখোলা গ্রামের অপূর্ব হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে রুনার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে দোহার থানায় নিয়ে যায়।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তাদের কোন অভিযোগ থাকলে সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।