দোহার (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার দোহারে ছুরিকাঘাতে পিয়াসের মৃত্যুর ঘটনার একবছরেও থামেনি পরিবারের আহাজারি। নিহত পিয়াস (১৮) নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের ছাতিয়া গ্রামের মো. মুকুল শরীফের ছেলে। দোহারে নানা বাড়ি বেড়াতে আসলে ০৩ ফেব্রুয়ারি ২০২৪ সালে দোহার উপজেলার দোহার মাছ বাজারে পূর্ব শত্রুতার জেরে দোহার ঘাটা গ্রামের আবুল আকনের ছেলে রাফিদ পিয়াসকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। পরে ০৫ ফেব্রুয়ারি পিয়াসকে জাপান বাংলাদেশ ফেন্ডশিপ হসপিটালের আইসিইউতে ভর্তি অবস্থায় সকাল ১১টা ৩২ মিনিটে পিয়াস মারা যায়।
এঘটনায় জরিত রাফিদকে ঐদিন আটক করে দোহার থানা পুলিশ হত্যা মামলায় আদালতে প্রেরণ করলে ১৪৪ ধারার এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।
এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে প্রতি নিয়ত ছেলের স্মৃতি মনে করে এখনো কান্নায় ভেঙ্গে পরেন পিয়াসের মা পিতি আক্তার।
মামলার বাদি পিয়াসের মামা তমাল হোসেন বলেন, পিয়াসের হত্যাকারীকে পুলিশ গ্রেফতার করেছে। এখন আমরা চাই দ্রুত মামলার রায় প্রকাশ করে মহামান্য আদালত হত্যাকারীকে সর্বচ্চ শাস্তি প্রদান করবেন। এমন দাবি জানান নিহতের পরিবারের অন্যান্য সদস্যরা।