মানিকগঞ্জ প্রতিনিধিঃ যমুনা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানিক দল। এ সময় খনন কাজে ব্যবহৃত একটি ড্রেজার জব্দ করা হয়।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে শিবালয় উপজেলার দুর্গম আলোকদিয়া চর সংলগ্ন যমুনা নদীর তারাখাম্বা এলাকায় এই দুঃসাহসিক অভিযান পরিচালিত হয়।
শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ, আনসার ও কোর্স গার্ডের সদস্যরা অংশগ্রহণ করেন।
এ বিষয়ে এস এম ফয়েজ উদ্দিন বলেন, যমুনা নদীর তারা খাম্বা এলাকায় স্থাপিত জাতীয় গ্রিডের সঞ্চালন পিলারের ( ৭ ও ৮ নং পিলারের মধ্যবর্তী) অদূরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজারসহ ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা প্রচলিত আইন অমান্য করে অবৈধ বালু উত্তোলন করে আসছিলেন। আটককৃতরা হলেন শিবালয় উপজেলার ত্রিলোচনপট্টি গ্রামের জহির উদ্দিনের ছেলে রাকিব হোসেন, সিরাজগঞ্জ জেলার সাদাতপুর চর আন্ধার মানিক এলাকার মৃত মৃত হোসেন ব্যাপারীর ছেলে রাহুল, নারায়ণগঞ্জের দিগলবন্দি বন্দর এলাকার জালাল উদ্দিনের ছেলে রিয়াদ, সোনারগাঁও উপজেলার সন্তুপুরা গ্রামের কিতাব উদ্দিনের ছেলে শাহ আলী ও ফোরদি এলাকার ফজলুল হকের ছেলে বিপ্লব। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি দিনকালকে জানান।