দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাইপাড়ার ইকরাশী এলাকায় সভাটি অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দোহার উপজেলা থেকে বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করে উপহার দেয়া হবে।
রাইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুকুল তালুকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, বিশেষ বক্তা ছিলেন দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ।
এসময় আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জীবন ভূইয়া, আব্দুল ওয়াদুদ, তৌহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূইয়া, সোহেল রানা, বিকাশ চন্দ্র সরকার, আজমির হোসেন, আসাদুজ্জামান মনির, জাহাঙ্গীর শিকদার, রমজান খানসহ বিএনপি ও অঙ্গসংগঠণের নেতাকর্মীরা।
মোঃ আসাদ মাহমুদ (আয়ান) কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বানিজ্যিক কার্যালয় : জয়পাড়া বাজার, ডাকবাংলো রোড জয়পাড়া, দোহার,ঢাকা।
মোবাইল : ০১৬২৬৮৩৬৬১৮