নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার বিলাসপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে বিলাসপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। প্রধান বক্তা ছিলেন দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, গত ৫ আগষ্ট ছাত্রজনতার আন্দোলনে দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা জানতেন তাকে পালাতে হবে। তাই তার পরিবারের কেউ গ্রেফতার হয়নি।
ইউনিয়ন বিএনপি ও অংগসংগঠণের আয়োজনে অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, কেন্দ্রীয় জাসাস এর সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সিনিয়র যুগ্ম সম্পাদক ইউনুস আলী খান, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূইয়া, বিএনপি নেতা ইব্রাহিম তালুকদার, আব্দুস সামাদ বেপারি, নবাবগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আরশিন খন্দকার, বিলাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা মোল্লা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পান্নু, এডভোকেট ইউনুস আলী রানা, শাহিন মোল্লা।
এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি হামিদুর রহমান ঠান্ডু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব, দোহার উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শিকদার আলমগীর, শেখ মুকুলসহ বিএনপি ও অঙ্গসংগঠণের নেতাকর্মীরা ।