মানিকগঞ্জ প্রতিবেদকঃ ঢাকার আরিচা মহাসড়কসহ ফুটপাতে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশনা দিয়েছেন মানিকগঞ্জের নবাগত পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন।
বুধবার (৮ জানুয়ারি) সকালে
মানিকগঞ্জ জেলার ফুটপাতের হকার, বিভিন্ন মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন।
সকাল ১১ টায় মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও জেলা শহরের ফুটপাতের হকার, বিভিন্ন মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার ঢাকা-আরিচা মহাসড়কসহ শহরের যানজট নিরসন, যান চলাচল নির্বিঘ্ন করণ এবং ফুটপাত ও সড়কে শৃংখলা বজায় রাখার লক্ষে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ এবং মানিকগঞ্জ সদর থানাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মানিকগঞ্জ জেলার হকার, বিভিন্ন মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলোচনায় তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সেসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।