দোহার উপজেলায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আওতাধীন অর্থনৈতিক শুমারি-২০২৪, তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
৮ ডিসেম্বর (রবিবার) "অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন,নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দোহার উপজেলার বেগম আয়েশা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজে এবং মালিকানা মেঘুলা স্কুল এন্ড কলেজে
৪দিন ধরে ৪টি জোনে প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জোনে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষনের মেয়াদকাল ছিলো ৪ দিন। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিসি ফুরকান আহমেদ।
সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের এই প্রশিক্ষনে প্রশিক্ষণ সমন্বয় করেন জোনাল অফিসার মো: সোহেল রানা, মো: মামুনুর রশীদ,আশরাফুল আহমেদ এবং মো: আলী।
প্রশিক্ষনে প্রশিক্ষকগণ বলেন, অর্থনৈতিক শুমারী একটি রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ কার্যক্রম। অর্থনৈতিক শুমারির তথ্যাদি সঠিকভাবে প্রয়োগ করা হলে, রাষ্ট্রের উন্নয়ন সম্ভব হবে। সঠিক তথ্য সরবরাহ করাও সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। একটি দেশের উন্নয়নে অর্থনৈতিক শুমারি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উল্লেখ্য যে, প্রতি দশ বছর পরপর অর্থনৈতিক শুমারি হয়ে থাকে, শেষ ২০১৩ সালে অর্থনৈতিক শুমারি সংঘটিত হয়েছিল। আগামী ১০-১৬ ডিসেম্বর চতুর্থ অর্থনৈতিক শুমারী পরিচালিত হবে।
প্রশিক্ষণপ্রাপ্ত তালিকাকারীগণ পরিচয়পত্র সঙ্গে নিয়ে ০৭ জুলাই ২০২৪ ইং হতে দোহার উপজেলার সকল সাধারণ খানা মানে ঘরে ঘরে, মেস, বাজার, দোকানপাট, মসজিদ, মন্দির,সরকারি/বেসরকারি/স্বায়ত্তশাসিত অফিস, ক্লাব, কোম্পানি, ব্যাংক, হল, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিকসহ সকল ধরনের ছোট, বড় প্রতিষ্ঠানে ট্যাবলেট পিসির মাধ্যমে Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে তথ্য সংগ্রহ করতে যাবেন । প্রতিটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড, আয়-ব্যয়, কর্মী সংখ্যা, তাদের সুযোগ সুবিধা, আয়-ব্যয়, কর প্রদানসহ ২৭টি বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে এই শুমারিতে।
এই শুমারির লিস্টিং কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের মোট ইকোনোমিক ইউনিটের সংখ্যা নির্ধারণ করা হবে এবং পরবর্তীতে সেসব ইকোনোমিক ইউনিটে তথ্য সংগ্রহের মাধ্যমে বিজনেস রেজিস্ট্রারসহ একাধিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
মোঃ আসাদ মাহমুদ (আয়ান) কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বানিজ্যিক কার্যালয় : জয়পাড়া বাজার, ডাকবাংলো রোড জয়পাড়া, দোহার,ঢাকা।
মোবাইল : ০১৬২৬৮৩৬৬১৮