মাকসুমুল মুকিমঃ ঢাকার দোহারে ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ডে-২০২৪” পালিত হয়েছে।
৫ ই ডিসেম্বর ( বৃহস্পতিবার) দুপুরে কুসুমহাটি ইউনিয়ন পরিষদ এর চরকুশাই নামক এলাকায় অবস্থিত গুড নেইবার দোহার সিডিপি কার্যালয়ে এ দিবস টি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,একলাল উদ্দিন আহমেদ,সিডিসি সভাপতি ও প্রধান শিক্ষক ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়।
এ সময় তিনি বলেন, গুড নেইবারস্ বাংলাদেশ যুবকদের দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করে। এই ভলান্টিয়াররা কমিউনিটি সম্পৃক্ততা নিশ্চিত করতে নিরলস কাজ করে যায় এবং ভলান্টিয়ারদের অবদান অনস্বীকার্য। গুড নেইবারসের সাথে যুক্ত হয়ে ভলান্টিয়াররা যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব দেওয়ার দক্ষতা সেই সাথে নিজেদের উন্নয়নের বিভিন্ন ট্রেনিং পেয়ে থাকে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গুড নেইবারস্ দোহার সিডিপি ম্যানেজার শাহরিয়ার হোসেন, আব্রাহম বালা সিডিপি এডমিন, ডাক্তার রেজওয়ানুল হাসান, চরকুশাই লায়লা আফজাল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক,বজলুর রহমান সহ আরো অনেকে।