নবাবগঞ্জ প্রতিনিধিঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানকে নবাবগঞ্জ থানায় রিমান্ডে আনার খবরে ছড়িয়ে পড়লে তার শাস্তি চেয়ে ঝাড়ু মিছিল করেছে সাধারণ জনতা।
সোমবার (২৫ নভেম্বর ) দুপুর ১২টায় উপজেলা সদর শহীদ মিনার চত্বর থেকে সাধারণ জনতার ব্যানারে প্রায় পাঁচ হাজার বিভিন্ন শ্রেনী প্রেশার মানুষ জরো হয়ে মিছিল বের করে।
মিছিলকারীরা বলেন, সালমান এফ রহমানকে ছাত্র-জনতা হত্যাকারী, লুটেরা, দুর্নীতিবাজ আক্ষাদিয়ে তার ফাঁসির শাস্তি দাবী করেন। এসময় কয়েকশ নারী ঝাড়ু হাতে রাস্তায় নেমে মিছিল করেন।
পরে মিছিলটি উপজেলা ফটক হয়ে বাগমারা বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সদর কায়কোবাদ চত্বর ঘুরে শহীদ মিনার প্রাঙ্গনে ফিরে আসে।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, ১দিনের রিমান্ড ডিবি কার্যালয়ের নিরাপত্তা প্রহরায় শেষে সোমবার সকালে তাকে ঢাকার আদালতে নেয়া হয়েছে।