নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নারায়নপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভানু (৪০) নামে এক প্রতিবন্ধী নারীকে মারধরের অভিযোগ উঠেছে একই এলাকার দানেছ ও তার স্ত্রীর বিরুদ্ধে। আহত ভানু ঐ এলাকার শেখ আদু’র মেয়ে। মারধরের সময় প্রতিবন্ধী মেয়েটিকে বাচাতে আসলে শেখ মোকসেদ(৫০) নামে এক ব্যক্তিকেও মারধর করা হয়।
সরজমিনে ও দোহার থানার অভিযোগ সূত্রে জানা যায়, রাস্তা ঝাড়ু দেয়া নিয়ে প্রতিবন্ধী ভানু(৪০) কে মারধর করে দানেছ ও তার স্ত্রী। ভানুকে বাচাতে গেলে স্থানীয় মুকসেদের উপর ক্ষিপ্ত হয় দানেছ ও তার পরিবারের সদস্যরা। পরদিন ভোরে মৈনটে দোকানে গেলে দানেছের ছেলে সবুজ ও তার এক সঙ্গী মুকছেদকে পিটিয়ে যখম করে ক্যাশ ব্যাগে থাকা ১১৫০০/ (এগারো হাজার পাঁচশত টাকা) ছিনিয়ে নেয় তারা।
আহত প্রতিবন্ধী নারী ভানুর বাবা শেখ আদু অভিযোগ করে বলেন, রাস্তার পুরো জায়গাই আমাদের। তারপর ওই রাস্তা দিয়ে হাটতে গেলে তারা ঝগরা করে, গালাগালি করে। আমার প্রতিবন্ধী মেয়েটা রাস্তাটা ঝাড়ু দিতে গিয়েছিলো। ওরা ধইরা আমার প্রতিবন্ধী মাইয়াডারে মারছে।
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত দানেছ ও শরীফুলের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান হামলার পর থেকে তারা গা ঢাকা দিয়েছে।
এবিষয়ে চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।