নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় মামলায় তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে দোহার থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন-সম্পাদক মাসুদ পারভেজ মাসুদ পওনদার(৪৭), বিলাসপুর গ্রামের সৈজদ্দিন মাদবরের ছেলে শের আলী মাদবর(৫৬), লটাখোলা বিলের পাড় এলাকার আব্দুল মালেকের ছেলে আব্দুল করিম(৩৮)।
মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে টানা অভিযান চালিয়ে উপজেলার বিলাসপুর,লটাখোলা ও মাহমুদপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।পরে বুধবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরন করা হয়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় রাত ১টা থেকে টানা ২ ঘন্টা অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এরপর আজ তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর আওয়ামীলীগের দাঙ্গা বাহিনীর হামলার ঘটনায় ১৭৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই থেকে আড়াইশত জনকে আসামিকে করে দোহার থানায় বিস্ফোরক আইনে মামলা করেন।