নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারে বিদেশে লোক পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মহিলা ইউপি সদস্য বিউটি আক্তারের বিরুদ্ধে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার নারিশা ইউনিয়নের ঝনকি এলাকার রাজমিস্ত্রী মো. রেজুয়ান ও নসিমন চালক বাবু সহ বেশ কয়েকজনের কাছ থেকে তাদের বিদেশে পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেন বিউটি আক্তার। বিদেশে পাঠানোর জন্য নির্ধারিত দুইমাস সময় শেষ হয়ে যাওয়ার পর আরো সাত মাস অতিবাহিত হয়ে গেলেও কাউকে বিদেশে পাঠাতে পারেনি বিউটি আক্তার। অপরদিকে ভুক্তভোগীরা তাদের টাকা ফেরত চাইলেও তা ফিরত দিতে নয়ছয় করছেন তিনি।
ভুক্তভোগী মো. রেজুয়ান বলেন, আমি ঋণ করে তাকে টাকা দিয়েছি। তখন সে বলেছে দুই মাসের মধ্যে কুয়েত পাঠাবে। এখন নয় মাস হয়ে গেলেও আমার টাকা ফেরত দিচ্ছে না। আমি তাকে টাকা দিয়ে অনেক টাকা অতিরিক্ত সুদ দিয়েছি এনজিওকে, তবুও সে আমার টাকা ফেরত দেয় নি। এখন আমার সংসার চালাতে হিমশিম খাচ্ছি। আমি এর প্রতিকার চাই।
অভিযোগের সত্যতা স্বীকার করে বিউটি আক্তার বলেন, আমি টাকা নিয়েছি। তাদের কাছে আমি সময় চেয়েছি শীঘ্রই তাদের টাকা ফেরৎ দেয়া হবে।