নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকার দোহার উপজেলায় বিক্ষোভ সমাবেশ হয়েছে।
ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা দোহার শাখার ডাকে জয়পাড়া কালেমা চত্বরে বিভিন্ন প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা জড়ো হন। এরপর সেখান থেকে শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দিয়ে উপজেলা চত্তর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লটাখোলা করম আলীর মোড়ে এসে পথসভার মাধ্যমে শেষ
বুধবার সকাল সাড়ে এগারোটায় জয়পাড়া বাজারের কালেমা চত্বরে এই সমাবেশের আয়োজন করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা দোহার শাখা। এই সমাবেশে বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রপতি পদত্যাগ করতে হবে নাহলে আমরা বঙ্গভবন ঘেরাও করবো।
এ সময় বিক্ষুব্ধরা বলেন ‘এই রাষ্ট্রপতির কারণে স্বাধীনতার এত দিন পরও স্বৈরাচারের আমলাদের ধরা যায়নি। আমরা বিপ্লবী সরকারের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তারা আমাদের আমলাতান্ত্রিক জটিলতা দেখিয়েছে। আমার ভাইয়ের রক্তের বিচার তারা দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রেখেছে। আমরা আমাদের ভাইয়ের রক্তের বিচার চাই।’
তারা আরো বলেন ‘আপনারা এখনো দেশের আনাচকানাচে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। আপনারা হুঁশিয়ার হয়ে যান। আপনাদের জায়গায় এই বাংলার মাটিতে হবে না। ‘আওয়ামী লীগের হাতে, যুবলীগের হাতে, ছাত্রলীগের হাতে আমরা ভাইয়ের রক্তের দাগ লেগে আছে, এই দাগ রেখে তাদের রাজনীতি করার অধিকার এই বাংলায় দেওয়া যাবে না।’