নবাবগঞ্জ প্রতিনিধি : ঢাকা-বান্দুরা সড়কের মরিচা এলাকায় কেরানীগঞ্জ নবকলি পরিবহনে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল বাসটির গতিরোধ করেন ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ লুট করে। এ ঘটনায় ১ ডাকাতকে আটক করেছে পুলিশে সোর্পদ করেছে স্থানীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার (২৩ অক্টোবার) বিকেল ৪.৩০ মিনিটে ঢাকা-বান্দুরা সড়কের মরিচা এলাকায় তিনটি মোটরসাইকেল যোগে ৬ ডাকাত এসে পুলিশ পরিচয়ে গাড়িটির গতিরোধ করে। গাড়ি থামার সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে স্বর্ণ ব্যবসায়ী রামপ্রসাদকে টেনে নিচে নামিয়ে সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এ সময় গাড়ির লোকজন ডাক চিৎকার করলে টাকা নিয়ে ৫ জন পালিয়ে গেলেও ১ জনকে ধরে ফেলে জনতা।
জানা যায়, রামপ্রসাদ নবাবগঞ্জ উপজেলার বান্দুরা থেকে সকাল ১০ টায় স্বর্ণ নিয়ে পুরান ঢাকার তাঁতীবাজার বিক্রি করার উদ্দ্যেশে আসে। তাঁতীবাজার স্বর্ণ বিক্রি করে নবকলি পরিবহন গাড়িতে বাড়ী ফেরার পথে এ ঘটনা ঘটে। রামপ্রসাদের গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জের বান্দুরা এলাকায়। রামপ্রসাদ দীর্ঘ বছর ধরে স্বর্ণ ব্যবসা করে আসছে বলে জানা যায়।