দোহার প্রতিনিধিঃ মা ইলিশ রক্ষায় ঢাকার দোহার উপজেলার করমআলীর মোড়, লটাখোলা, মৈনট ঘাট, মেঘুলা বাজার সংলগ্ন এলাকায় এবং পদ্মা নদীতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবং মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার সকাল থেকে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মামুন খান। এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় ০২ জন জেলেকে ইলিশ মাছ ধরা থেকে নিবৃত্ত করা ও আব্বাস আলী বরফকল, আলিফ বরফকল, পপি বরফকল এবং অনিক বরফকল নামক ০৪ টি লাইসেন্স বিহীন বরফকল চালু অবস্থায় পাওয়াসহ বিভিন্ন অভিযোগে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ এবং মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইনে ০৪টি বরফকলে সর্বমোট ২৫,০০০/-(পঁচিশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। এছাড়া জব্দকৃত আনুমানিক ১,০০,০০০ (এক লক্ষ) মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় ও ব্যবহৃত নৌকা বাজেয়াপ্ত করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা শিরীন সুলতানা মুন্নী এবং কুতুবপুর নৌ-পুলিশ সহযোগিতা প্রদান করেন। অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়। পাশাপাশি আগামী ০৩ নভেম্বর পর্যন্ত বরফকলগুলো বন্ধ রাখার জন্য বরফকল মালিকদের নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত সময়সীমা অনুযায়ী দোহার উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মোঃ আসাদ মাহমুদ (আয়ান) কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বানিজ্যিক কার্যালয় : জয়পাড়া বাজার, ডাকবাংলো রোড জয়পাড়া, দোহার,ঢাকা।
মোবাইল : ০১৬২৬৮৩৬৬১৮