মাকসুমুল মুকিম: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদ্য নিয়ে ঢাকার দোহারে গুড নেইবারস্ বাংলাদেশ দোহার সিডিপির আয়োজনে ওয়ার্ল্ড টিচার্স ডে ২০২৪ পালিত হয়েছে।
৬ অক্টোবর ( রবিবার) দুপুরে উপজেলার কুসুমহাটি ইউনিয়ন পরিষদ এলাকার চরকুশাই অবস্থিত গুড নেইবার দোহার সিডিপি কার্যালয়ে এ দিবস পালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গুড নেইবার দোহার সিডিপি এর ম্যানেজার শাহরিয়ার হোসেন।
তিনি তার বক্তব্য বলেন, আপনারা শিক্ষক সমাজের সবাই মিলে একটা পরিবারের মতো যেন থাকতে পারেন সে লক্ষ্যে কাজ করেন, একাডেমিক কাজগুলো যেন ভালোভাবে করতে পারেন এবং সামাজিক অন্যান্য যে দায়িত্বগুলো আছে সেগুলো যেন ভালোভাবে পালন করতে পারেন শিক্ষক দিবসে এই আহ্বান করি।
ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কেমব্রিজ প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক,মো:হেলাল উদ্দিন,কবি নজরুল গার্লস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,মো. শরিফ উদ্দিন সহ
দোহার সিডিপির ৫ টি পার্টনার স্কুলের স্কুলের শিক্ষকসহ মোট ১০ টি স্কুলের ১৮ জন শিক্ষকবৃন্দ, গুড নেইবার দোহার সিডিপি কাযালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এ সময় আগত অতিথি শিক্ষকগণ মানসম্মত শিক্ষা দান এবং এর জন্য করণীয়সমূহের উপর গুরুত্বারোপ করেন।