ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো.জসিম উদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে তাকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলার জয়পাড়া কালেমা চত্তর থেকে উপজেলা প্রাঙ্গণ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এসময় তাকে পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে ঘটনাস্থলে পৌছান ঢাকা জেলা সিভিল সার্জন ডা: মো.জিল্লুর রহমান ও দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম। এসময় বিক্ষুব্ধ জনতা সিভিল সার্জনের কাছে স্বাস্থ্য কর্মকর্তা জসিম উদ্দিনের বিষয়ে দায়িত্বে অবহেলা, স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে লিখিতভাবে তার পদত্যাগ দাবি করেন। পরে সিভিল সার্জন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ডাক্তার জসিম উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার ঘোষনা দেন। পাশাপাশি পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে দোহারে অতিরিক্ত দায়িত্ব পালনে নির্দেশ প্রদান করেন
এর আগের দিন বুধবার বিকেলে উপজেলার খাড়াকান্দা এলাকা থেকে বিদ্যুৎপৃষ্টে আনোয়ার হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়ে। নিহত আনোয়ার খাড়াকান্দা এলাকার আমজাদ হোসেনের ছেলে।
নিহতের বন্ধু পলাশের বরাতে জানা যায়, বুধবার বিকেলে আনোয়ার তার বন্ধু পলাশ সহ ৪জন মাছ স্বীকার করতে পাশের এলাকার একটি পুকুরে যায়। মাছ ধরার এক পর্যায়ে উপরে থাকা বৈদ্যতিক তারে স্পৃষ্ট হয়। পরে তার বন্ধুরা আনোয়ারকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ বাড়িতে নিয়ে যাওয়ার পর আনোয়ার জীবিত আছে বলে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনেরা। এরপর ডাক্তার আবারও মৃত ঘোষণা করলে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানাকে মারধর করেন নিহতের বিক্ষুব্ধ স্বজনেরা। এসময় চিকিৎসক ও ডা: জসিম উদ্দিনের বিচার দাবি করে মিছিল করেন উপস্থিত জনতারা।
খবর পেয়ে দোহার থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মোঃ আসাদ মাহমুদ (আয়ান) কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বানিজ্যিক কার্যালয় : জয়পাড়া বাজার, ডাকবাংলো রোড জয়পাড়া, দোহার,ঢাকা।
মোবাইল : ০১৬২৬৮৩৬৬১৮