দোহার (ঢাকা) প্রতিনিধিঃ ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঢাকার দোহারে সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধনে অংশ নেয় দোহার উপজেলার ৫৯ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সারে চারশত সহকারী শিক্ষকরা। ১০ ম গ্রেড বাস্তবায়ন সমন্নয় পরিষদের আয়োজনে মানববন্ধটি অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু শিক্ষকদের প্রতি বৈষম্য রয়ে গেছে। তারা আরও বলেন এটি আমাদের দাবি নয়, আমাদের অধিকার। অধিকার আদায় না হলে আরও বৃহত্তর কর্মসূচী দেয়ার ঘোষণা দেন মানববন্ধনকারীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি জমা দেন তারা। এ সময় সমন্নয় পরিষদের প্রধান সমন্নয়ক আবুল কালাম ও সহ-সমন্নয়ক হাবিবুর রহমানসহ অন্যান্য সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।