কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালি বের করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের যৌথ আয়োজনে আজ সোমবার সকাল ১১টায় র্যালিটি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র্যালিতে অন্যান্য দের মধ্যে অংশগ্রহণ করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা রেহানা শারমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহ আলম ও আরতি মজুমদার প্রমূখ।