দোহার প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় ভারতের হিন্দু পুরোহিত রামগীরি মহারাজ কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) ও ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য প্রদান ও বিজেপির সাংসদ নিতেষ নারায়ন রানে'র সমর্থনের তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের প্রকাশ্যে শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে এগারোটা দিকে জয়পাড়া কড়মআলাী মোড় থেকে জয়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে কালেমা চত্বরে এসে বক্তব্যর মাধ্যমে শেষ করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দোহার এর আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে ছাত্ররা বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) ও ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য প্রদান করায় ভারতের হিন্দু পুরোহিত রামগীরি মহারাজ ও বিজেপির সাংসদ নিতেষ নারায়ন রানে'র সমর্থনের তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের প্রকাশ্যে শাস্তির দাবীতে জানানো হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, আদনান মাসুদ,মো: সোহেল,বেল্লাল হোসেন,মো: রাসেল,শহিদুল, মো: সেতু, মো: ওমর ফারুক প্রমুখ।
মোঃ আসাদ মাহমুদ (আয়ান) কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বানিজ্যিক কার্যালয় : জয়পাড়া বাজার, ডাকবাংলো রোড জয়পাড়া, দোহার,ঢাকা।
মোবাইল : ০১৬২৬৮৩৬৬১৮