নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার নবাবগঞ্জে শিক্ষা সংস্কার কমিটি গঠনের দাবীসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষকরা।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে দাড়িয়ে বিভিন্ন বিদ্যালয়ের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষকগণ মানববন্ধন করেন।
বৈষম্য দূরীকরণে মাধ্যমিকস্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিটি গঠনের দাবীতে তারা এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচি অনুযায়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে দাড়িয়ে মানববন্ধন করেন শিক্ষকরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ শিক্ষক প্রতিনিধি মো. সাইদুর রহমান, হেলাল উদ্দিন আহমেদ, মো. শাহআলম, মাকসুদ আলী দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
মোঃ আসাদ মাহমুদ (আয়ান) কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
বানিজ্যিক কার্যালয় : জয়পাড়া বাজার, ডাকবাংলো রোড জয়পাড়া, দোহার,ঢাকা।
মোবাইল : ০১৬২৬৮৩৬৬১৮