শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ অনুষ্ঠান করা হয়।
আব্দুল মান্নান স্মৃতি পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের মেয়ে ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমের স্ত্রী ব্যারিস্টার মেহনাজ মান্নান।
এসময় তিনি বলেন, আমি একাত্তর দেখিনি, কিন্তু এই দুরন্ত ছাত্রদের সাহসী আন্দোলন দেখেছি। তারা দেখিয়ে দিয়েছে, সৈরাচার হাসিনাকে কিভাবে পালিয়ে যেতে বাধ্য করলো। তাদের আত্মত্যাগ এদেশের ইতিহাসে স্মরনীয় হয়ে থাকবে।
একই অনুষ্ঠানে আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা আব্দুল বাতেন।
উপজেলা বিএনপির বর্ষিয়ান নেতা আবেদ হোসেনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা- হারুন অর রশিদ ওসমানী, আব্দুর রশিদ, তপন মোল্লা, পারভেজ বাবুল, সেলিম চৌধুরী, আব্দুল আওয়াল, জসিম মোল্লা. আমজাদ হোসেন,
শামীম খান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রফিক, যুবদল নেতা ইমরান হোসেন, সিফাত হোসেন,জসিম মোল্লা, ইলিয়াস মিয়া, সৌরভ হোসেন,সবুজ খান, কাজী আলম, কাউসার হোসেন, আফা নূর, ছাত্রদল নেতা মঈন খান তুষার, সাইফুল সুজন, রুহুল আমীন সংগ্রাম, ইমরান হোসেন প্রমুখ।
এর আগে বেলা সাড়ে ১১টায় ব্যারিস্টার মেহনাজ মান্নান ঢাকা থেকে তুলশীখালী টোলপ্লাজা পৌঁছলে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নেতাকর্মীরা পাঁচ শতাধিক মোটর সাইকেল বহর সহকারে নেত্রীকে নিয়ে নবাবগঞ্জ সদর হয়ে ও দোহার উপজেলার জয়পাড়া ঘুরে গোবিন্দপুরের বাড়িতে পৌঁছেন।